পাবনায় ডাক বিভাগের কভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 07:11 AM
Updated : 21 March 2023, 07:11 AM

পাবনার সাঁথিয়া উপজেলায় ডাক বিভাগের কভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু্ই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুরে ঢাকা-পাবনা মহাসড়কের সমাসনারী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন।

নিহতরা হলে, সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুল বারিকের ছেলে ফারুক হোসেন (৩২)।

ওসি নবীর হোসেন বলেন, সিএনজি অটোরিকশাটির যাত্রীরা পাবনার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ডাক বিভাগের কভার্ড ভ্যানটি। ঘটনাস্থলে পৌঁছালে পরিবহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। 

“এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই নিহত হন দু’জন এবং আহত হন তিনজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ”

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ডাকবিভাগের গাড়িটি আটক করা হলেও সেটির চালক পালিয়ে গেছেন।