অবিলম্বে ভূমিবিরোধ নিষ্পত্তিসহ চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
Published : 02 Dec 2023, 07:40 PM
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষে গণসমাবেশের আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটি।
শনিবার সকালে জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে বক্তারা বলেন, সরকার বলে চুক্তির ৯০-৮৫ ভাগ বাস্তবায়ন হয়েছে। এটা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। বাস্তবায়নই যদি হয় তাহলে তা দৃশ্যমান কোথায়? মূলত সরকারের চুক্তি বাস্তবায়নে আন্তরিকতার অভাব রয়েছে।
তারা আরও বলেন, জেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা, কিন্তু সেটি না করে তা সরকারি দলের লুটেপুটে খাবার ভবনে পরিণত হয়েছে। অবিলম্বে জেলা পরিষদের নির্বাচন করে আঞ্চলিক পরিষদকে শক্তিশালী করতে হবে।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি। যার মধ্যে অন্যতম ভূমি নিষ্পত্তি। ভূমিবিরোধের কমিশনে চেয়ারম্যান আসে আর যায়, কিন্তু কোনো অগ্রগতি নেই। ২২ হাজার আবেদন পড়লেও তার কোনো কর্মকাণ্ড নেই।
তাই অবিলম্বে ভূমিবিরোধ নিষ্পত্তিসহ চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাঙামাটি জেলার সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন দলের সহসাধারণ সম্পাদক জলিমং মারমা, শিক্ষাবিদ শিশির চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চলের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, জনসংহতি সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা।