পুলিশ জানায়, সকালে মিছিল বের করলে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে। তবে আটক হননি কেউ।
Published : 06 Nov 2023, 01:16 PM
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে মানিকগঞ্জ সদরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ভোরে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টাও হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর আঞ্চলিক সড়কের সরুপাই বাজার এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন বলে জানান সদর থানা ওসি আব্দুর রউফ সরকার।
তিনি বলেন, সকালে মিছিল বের করলে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় গাছ কেটে রাস্তায় ফেলে যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন অবরোধকারীরা। এতে প্রায় দুই ঘন্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় ভোরের দিকে কে বা কারা রাস্তার পাশের বড় একটি গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।