Published : 17 Jun 2023, 12:37 AM
ঢাকার আশুলিয়ায় একটি একতলা ভবনের ছাদে নির্মিত নিরাপত্তা দেয়াল ভেঙে পড়ে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির মধ্যে গাজিরচট বটতলা মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম শামীম হোসেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই বিপুল হোসেন বলেন, সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। ৭টার দিকে হঠাৎ ভবনের ছাদে নিরাপত্তার জন্য নির্মিত ৪-৫ ফুট দৈর্ঘ্যের একটি দেয়াল ধসে পড়ে। দেয়ালটি পাশের টিনের চালা নির্মিত একটি চায়ের দোকানের উপর পড়লে হতাহতের ঘটনা ঘটে।
“আহতদের উদ্ধার করে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানে শামীম মারা যান।”
বাকি পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।