তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক, টানা পাঁচবার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করা আহমদ হোসেন হয়েছেন নৌকার মাঝি।
Published : 26 Nov 2023, 10:42 PM
নেত্রকোণা-৫ আসনে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের ভাই ওয়ারেসাত হোসেন বেলালের জায়গায় তাদের পরিবারের কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।
এই আসনের টানা তিনবারের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল। এবার তিনি অসুস্থ থাকায় মনোনয়ন চেয়েছিলেন তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন।
রোববার বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেখানে ওই আসনে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। তিনি প্রায় পাঁচ দশক ধরে রাজনীতি করছেন। এর মধ্যে তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক, টানা পাঁচবার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আহমদ হোসেন এবারই প্রথম দলীয় মনোনয়ন পেলেন।
বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল ১৯৯৬ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচন করে বিএনপির মোহাম্মদ আলীর কাছে পরাজিত হন।
২০০১ সালে পরের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। ২০০৮ সালে আওয়ামী লীগ আবার ওয়ারেসাত হোসেন বেলালের উপর আস্থা রেখে মনোনয়ন দেয়।
সেবার তিনি বিএনপির মোহাম্মদ আলীকে পরাজিত করে জয়ী হন।
২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে আইনপ্রণেতা হন ওয়ারেসাত হোসেন বেলাল।
ছয় মাস আগে অসুস্থ হয়ে ওয়ারেসাত হোসেন বেলাল এখন রাজনৈতিক অঙ্গনে অনিয়মিত। ফলে তিনি এবার দলীয় মনোনয়ন চাননি। পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন তার ভাই আনোয়ার হোসেন।
নেত্রকোণার অন্য আসনগুলোর মধ্যে নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী, নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল, নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।