৭৯ জন রপ্তানিকারকের অনুকূলে ৫০ টন করে তিন হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
Published : 16 Feb 2024, 09:37 PM
বরিশালে ইলিশের সংকটের পাশাপাশি বেড়েছে দাম। দুই দিনের ব্যবধানে প্রতিমণ ইলিশের দাম ছয় থেকে সাত হাজার টাকা বেড়েছে। এতে করে দ্বিতীয় দফায় চাহিদার চেয়ে কম পরিমাণ ইলিশ ভারতে রপ্তানি হচ্ছে।
শুক্রবার রাতে নগরীর পোর্ট রোড মোকাম থেকে তিন রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে ১০ টন ৪০০ কেজি ইলিশ পাঠানো কথা জানিয়েছেন বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।
এর মধ্যে মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ থেকে আট টন এবং ঢাকার জে জে এন্টারপ্রাইজ থেকে ৬০ মণ ইলিশ পাঠানো হচ্ছে বলে তিনি জানান।
জানা গেছে, ভারতে রপ্তানি করা ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের প্রতি মণ ইলিশ ৫৮ হাজার টাকা বিক্রি হয়েছে। সেই হিসাবে প্রতিকেজি বিক্রি হয়েছে ১ হাজার ৪৫০ টাকা। আর ভারতে পাঠানো প্রতিকেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার।
নিরব হোসেন টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদীতে ইলিশ মাছ নেই। সাগরেও ট্রলার যেতে পারছে না। তাই পোর্ট রোডে ইলিশের সংকট রয়েছে। এতে করে রপ্তানির জন্য ইলিশ কিনতে ঝামেলায় পড়তে হচ্ছে। সংকট থাকায় আট টন ইলিশ পাঠানো হচ্ছে।
পোর্ট রোডের ব্যবসায়ী খান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে পোর্ট রোড থেকে এক টন ইলিশ পাঠানোর কথা ছিল। কিন্তু সংকট থাকায় মাত্র ৬০ মণ ইলিশ কিনতে পেরেছে প্রতিষ্ঠানটি।
ব্যবসায়ী মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রপ্তানিযোগ্য আকারের প্রতিমণ ইলিশ ৫৮ হাজার টাকা, কেজি আকারের ইলিশ ৬৩ হাজার, এক কেজি ২০০ গ্রাম আকারের ৬৮ হাজার টাকা ও দেড় কেজি আকারের ইলিশ ৭৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। যা গত দুই দিনের চেয়ে বেশি।
বুধবার বিকালে ৭৯ জন রপ্তানিকারকের অনুকূলে ৫০ টন করে তিন হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার; যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]