ময়মনসিংহে নোংরা পরিবেশে খাবার তৈরি, ৩ লাখ টাকা জরিমানা

দণ্ড পাওয়া দোকান মালিকের বিরুদ্ধে লেবেল ছাড়া মিষ্টি ও দই বাজারজাত করার প্রমাণ পাওয়া গেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2024, 02:25 PM
Updated : 28 Feb 2024, 02:25 PM

নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাবার তৈরি দায়ে ময়মনসিংহে এক দোকানীকে তিন লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার বিকালে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় চালানো এ অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী হাকিম মুনতাসীর হাসান।

তিনি জানান, রং মিশ্রিত, মেয়াদ নেই, নষ্ট খাবার খাওয়ানো, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং লেবেল ছাড়া মিষ্টি ও দই বাজারজাত করার অভিযোগে ‘মিষ্টি কানন’ দোকানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।

মুনতাসীর হাসান বলেন, বিভিন্ন সময় খাদ্যে ভেজাল মেশানোর বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে সেমিনার করা হয়। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কাজ করে থাকেন। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন র‍্যাব-১৪ ময়মনসিংহের সদস্যরা।