নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

খানপুরের ৩৩/১১ কেভি বিদ্যুৎকেন্দ্রটি থেকে শহরের খানপুর, কিল্লারপুল, বরফকল, হাজীগঞ্জ, ডনচেম্বারসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2023, 08:48 AM
Updated : 2 Feb 2023, 08:48 AM

নারায়ণগঞ্জ শহরের খানপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে লাাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, খানপুরের ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে বৃহস্পতিবার ভোর ৫টায় লাগা এ আগুন শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক ‘ট্রিপ ফল্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা।

“আগুনে বিদ্যুৎ কেন্দ্রের প্যানেল বোর্ডসহ কিছু সরঞ্জাম পুড়ে গেছে।”

ডিপিডিসির নারায়ণগঞ্জ (পূর্ব) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন ফকির বলেন, “অগ্নিকাণ্ডের মাত্রা বেশি ছিল না; ফলে দ্রুতই আবার বিদ্যুৎ সংযোগ চালু করা গেছে। আনুমানিক সকাল ৭টার দিকেই সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ আবার সচল করা গেছে।”

তিনি জানান, খানপুরের ৩৩/১১ কেভি বিদ্যুৎকেন্দ্রটি থেকে শহরের খানপুর, কিল্লারপুল, বরফকল, হাজীগঞ্জ, ডনচেম্বারসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। অগ্নিকাণ্ডের কারণে এইসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।