বাসায় মেয়র টিটুর আগমনকে স্বাগত জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি।
Published : 11 Mar 2024, 10:43 PM
ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বচিত মেয়র ইকরামুল হক টিটু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
ভোটের দুদিন পর সোমবার সকালে ঘোড়া প্রতীকের মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের কলেজ রোডের বাসায় মিষ্টি ও ফুল নিয়ে হাজির হন টিটু।
এতে এহতেশামুল আলম একটু অবাক হন। এ সময় টিটু তাকে নিজ হাতে মিষ্টি তুলে খাইয়ে দেন।
পরে দুই নেতাই বিভেদ ভুলে নগরীর উন্নয়ন ও দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য একসঙ্গে কাজ করার কথা বলেন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারজনেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক নিয়ে এক লাখেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন।
নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা গণতান্ত্রিক অধিকার। পাঁচজন প্রার্থীর মধ্যে জনগণ আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। এখন নগরীর উন্নয়নের জন্য সবাই এক হয়ে কাজ করতে চাই। তাই জেলা আওয়ামী লীগের সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে সহযোগিতা চেয়েছি।”
বাসায় মেয়র টিটুর আগমনকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, “জয়-পরাজয় মেনে নিয়েই দলকে সুসংগঠিত রাখতে রোজার পর ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আগেও আমরা এক ছিলাম এখনও এক থাকতে চাই। নগরীর উন্নয়নে টিটুকে সব ধরনের সহযোগিতা করা হবে।”