কক্সবাজারে ভারতীয় পর্যটক দল, একজনের মৃত্যু

ভারতের অবসরপ্রাপ্ত কর্মচারী সমিতির ১৭ জন সদস্য মঙ্গলবার সকালে কক্সবাজারে বেড়াতে এসেছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2023, 01:47 PM
Updated : 30 March 2023, 01:47 PM

কক্সবাজার শহরে পর্যটক দলের সঙ্গে আসা এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। 

বুধবার বিকালে শহরের কলাতলীর ‘হোটেল অস্টার ইকোরে’ এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

মৃত কুলাল চন্দ্র সিং (৭৪) ভারতের মনিপুরের ইমফল এলাকার বাসিন্দা। 

হোটেল অস্টার ইকোর মহাব্যবস্থাপক মো. আহমদ উল্লাহ বলেন, “মঙ্গলবার সকালে ভারতের অবসরপ্রাপ্ত কর্মচারী সমিতির ১৭ জন সদস্য কক্সবাজারে বেড়াতে এসে এই হোটেলে ওঠেন। বুধবার কুলাল চন্দ্র বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান।

“তাকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যান তিনি। বিষয়টি পুলিশকে অবহিত হয়েছে।” 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, “তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” 

ওসি রফিকুল ইসলাম বলেন, “ভারতীয় পর্যটকের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।” 

মরদেহ ভারতে নিয়ে যাওয়া হবে এবং বিষয়টি ভারতীয় দূতাবাসকে অবহিত করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।