ত্বকী হত্যার ১২৩ মাস: আজমেরী ওসমানকে গ্রেপ্তারের দাবি

১০ বছর পেরিয়ে যাওয়ার পরও ত্বকী হত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রফিউর রাব্বি৷

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 04:55 PM
Updated : 8 June 2023, 04:55 PM

নারায়ণগঞ্জে কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় আজমেরী ওসমানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে৷ 

বৃহস্পতিবার সন্ধ্যায় ডিআইটি এলাকায় ত্বকী হত্যার ১২৩ মাস উপলক্ষ্যে আয়োজিত আলোক প্রজ্জ্বালন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। 

আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে। 

ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। 

সংগঠনের সহসভাপতি ধীমান সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, জাহিদুল হক দীপুসহ অন্যরা। 

১০ বছর পেরিয়ে যাওয়ার পরও ত্বকী হত্যার বিচার শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রফিউর রাব্বি৷

তিনি বলেন, “তদন্তকারী সংস্থার তৈরি করে রাখা অভিযোগপত্র ১০ বছরেও আদালতে পেশ করা হয় নাই।” 

রফিউর রাব্বি বলেন, “প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ‘টর্চার সেলে’ আজমেরী ও তার সহযোগীরা মিলে ত্বকীকে হত্যা করেছে।” 

‘অভিযোগপত্রে নাম আসার’ পরেও আজমেরী ওসমানকে গ্রেপ্তার করা হয়নি এমন অভিযোগও আনেন তিনি। 

মাহবুবুর রহমান মাসুম ত্বকীসহ নারায়ণগঞ্জের সব হত্যার বিচার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। 

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরো পড়ুন:

Also Read: ত্বকী হত্যার বিচার শুরু হয়নি এক দশকেও

Also Read: সরকারের কাছে ত্বকী হত্যার বিচার চাইলেন মেয়র আইভী

Also Read: ত্বকী হত্যার ১১৫ মাস: ‘বিচার বন্ধ রাখা গণতন্ত্রের চরিত্র নয়’

Also Read: অস্ত্রের লাইসেন্স চান আজমেরী, তাকে গ্রেপ্তারের দাবি রাব্বির

Also Read: নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা