“কোনো এক অজানা কারণে সব এভিডেন্স থাকা সত্ত্বেও এই বিচারকাজটি শুরু হচ্ছে না।”
Published : 06 Mar 2024, 04:51 PM
তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীরা ‘প্রভাবশালী হলেও তাদের চিহ্নিত করে’ বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।
তিনি বলেন, “সরকারের কাছে আমি অনুরোধ করব, যতই প্রভাবশালীই হোক না কেন প্রকৃত খুনিকে বের করে ত্বকী হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির ব্যবস্থা যেন করা হয়।”
বৃহস্পতিবার সকালে ত্বকীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বন্দর উপজেলায় তার কবরস্থানে জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
আইভী বলেন, “ত্বকী হত্যা নারায়ণগঞ্জবাসীর জন্য একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। শুধু দেশে না বিশ্বের যারা বাংলা ভাষাভাষী আছেন তারা সকলেই জানেন, ১১ বছরের আগে নারায়ণগঞ্জে একটা নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
“আমাদের সকলেরই একটা ন্যায্য চাওয়া ছিল যে, ত্বকী হত্যার বিচার দ্রুত করা হোক। কিন্তু কোনো এক অজানা কারণে সব প্রকার এভিডেন্স থাকা সত্ত্বেও এই বিচারকাজটি শুরু হচ্ছে না।”
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় বলেন, “তানভীর মুহাম্মদ ত্বকী আন্তর্জাতিকভাবেও উজ্জ্বল এক সন্তান হতে পারত। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ১১ বছর কেটে গেলেও ত্বকী হত্যার অভিযোগপত্র এখন পর্যন্ত দেয়নি তদন্তকারী সংস্থা।”
তিনি বলেন, “অন্যদিকে ত্বকী হত্যায় অভিযুক্তদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার। আমরা শুরু থেকে ত্বকী হত্যার বিচার চাইছি, আমরা বিচার চেয়েই যাব। বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।”
এর আগে ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রথম আলো বন্ধুসভা, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাসদ, ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।