পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারের গাড়িতে বাসের ধাক্কা

পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার নিজেই প্রাইভেটকার চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2023, 11:49 AM
Updated : 26 May 2023, 11:49 AM

ঢাকায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার ও তার পরিবারকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

তবে ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখর, তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর, মেয়ে হুদা আব্বাস খোখর ও ছেলে মোহাম্মদ খোখর অক্ষত আছেন বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল বিশ্বাস জানান, শুক্রবার বেলা সোয়া ১১টায় জেলার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসি আকুল বিশ্বাস জানান, পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার নিজেই প্রাইভেটকার চালিয়ে পরিবার নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন।

“রামপুর এলাকায় দুরন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা অক্ষত আছেন।”

পুলিশ বাসটির চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে বলে ওসি জানিয়েছেন।