গ্রেপ্তার উত্তম কুমার দেব খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
Published : 14 Jun 2023, 09:05 PM
খাগড়াছড়িতে সেতুর রড চুরির মামলায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশের গোয়েন্দা শাখা- ডিবির জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামান জানান, বুধবার বিচারিক হাকিম মোহাম্মদ গোলাম মোস্তফা এ আদেশ দেন।
গ্রেপ্তার উত্তম কুমার দেব খাগড়াছড়ির পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠিকাদার।
গোলাম মোস্তফা জানান, মামলার তদন্তের স্বার্থে দুই দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিন মঞ্জুর করেছে।
চলতি বছরের মার্চের প্রথম দিকে খাগড়াছড়ির পানছড়িতে তিনটি সরকারি ব্রিজ-কালভার্ট ভেঙে রড লুটের ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর গত ২৯ মার্চ খাগড়াছড়ির জ্যেষ্ঠ বিচারিক হাকিম জি এম ফারহান ইসতিয়াক স্বতঃপ্রণোদিত হয়ে একটি মামলা করেন।
ওই মামলায় পুলিশের হাতে আটক অটোরিকশা চালক নাজমুলসহ তিনজন আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার উত্তম দেবের আসে।
উত্তম দেবের আইনজীবী নজরুল ইসলাম জানান, এজহারে উত্তম দেবের নাম ছিল না। গ্রেপ্তার এড়াতে উত্তম উচ্চ আদালত থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন তিনি। মেয়াদ শেষে তিনি খাগড়াছড়ির আমলী আদালতে হাজির হয়ে ফের জামিন আবেদন করেন।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গত ১১ জুন খাড়াছড়ির আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
খাগড়াছড়িতে সেতু ভেঙে রড চুরি, আওয়ামী লীগ নেতা কারাগারে
খাগড়াছড়িতে ‘আওয়ামী লীগ নেতার’ রড চুরি, ভ্যানচালকের জবানবন্দি