রংপুরে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

২০১৭ সালের ২৯ ডিসেম্বর রাতে সাগরীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানান পিপি।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 12:30 PM
Updated : 7 Nov 2023, 12:30 PM

রংপুরের পীরগাছা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন পাঁচজন।

মঙ্গলবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন।

দণ্ড পাওয়া রফিকুল ইসলাম অপু (৩৪) উপজেলার কান্দি কাবিলাপাড়া গ্রামের ওয়াহেদ মণ্ডলের ছেলে।

মামলার বরাতে পিপি জাহাঙ্গীর বলেন, “ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার ধীরগঞ্জহাট রহমতপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে সাগরী বেগমের (২১) সঙ্গে বিয়ে হয় রফিকুলের। বিয়ের সময় আজিম তার মেয়ের সুখের জন্য যৌতুক হিসেবে এক লাখ ১৫ হাজার টাকা দেন।

“কিন্তু বিয়ের কিছুদিন পর যৌতুকের আরও এক লাখ টাকার জন্য সাগরীকে চাপ দিতে থাকেন রফিকুল। সাগরী টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন রফিকুল।”

তিনি আরও বলেন, “এদিকে রফিকুলের সঙ্গে তার ভাবির বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেন সাগরী। এ ঘটনায় সাগরীকে হত্যাচেষ্টা করা হয়। পরে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর রাতে সাগরীকে শ্বাসরোধে হত্যা করেন রফিকুল।”

এ ঘটনায় সাগরীর বাবা বাদী হয়ে রফিকুল ও তার মা, বাবা, ভাই এবং ভাবিসহ ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

পরে ছয়জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে বলে জানান পিপি জাহাঙ্গীর।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান পিপি।

সাগরী তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ও যৌতুকের বলি হয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।