বিদ্যালয়ের দপ্তরির চাকরি নিয়ে দ্বন্দ্বে আসামি এ হত্যাকাণ্ড ঘটান বলে জানান ওসি।
Published : 20 Jun 2023, 08:00 PM
ফেনীর সোনাগাজীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান।
দণ্ডিত মো. মামুন (৪৫) ওই এলাকার বাসিন্দা।
মামলা ও রায়ের বরাত দিয়ে ওসি খালেদ হোসেন দাইয়্যান বলেন, হাজী শফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মাহবুবুল হকের সঙ্গে চাকরি নিয়ে দ্বন্দ্ব চলছিল মামুনের।
এর জেরে ২০০২ সালের ২২ এপ্রিল ওই স্কুল প্রাঙ্গণে মাহবুবুলকে তার ছেলে-মেয়ের সামনে গুলি ও কুপিয়ে হত্যা করেন সাবেক যুবলীগ কর্মী মামুন ও তার কয়েকজন সহযোগী ।
এ ঘটনায় মাহবুবুল হকের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি বলেন, ২০১১ সালের ৩০ মে আদালত মামুনসহ পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেকেই পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়। ওই মামলায় আরও পাঁচজনকে খালাস দেয় আদালত।
তিনি আরও বলেন, মামলার পর থেকেই আসামি মামুন পলাতক ছিলেন। তাকে ধরতে যৌথ অভিযান চালায় পুলিশ ও র্যাব। মঙ্গলবার খবর পেয়ে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।