প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে ফরিদপুরেও ৬০টি প্রকল্পের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে জেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ৫৫টি নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
আরও উদ্বোধন করা হয়- জেলা সমাজ সেবা ভবন, টেক্সটাইল ইনস্টিটিউট, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ১০ শয্যার আইসিইউ, সদরপুর সাব-রেজিস্ট্রি অফিস এবং বোয়ালমারীতে কমিউনিটি ক্লিনিকের।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসাবে ফরিদপুরের বিভিন্ন দপ্তরাধীন ৬০টি প্রকল্প উদ্বোধন করেছেন সরকারপ্রধান শেখ হাসিনা।
“জেলার নয়টি উপজেলার মানুষই উন্নয়ন প্রকল্পগুলোর সুবিধা পাবে। বিশেষ করে শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে মাইলফলক হবে। কারণ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, সেখানে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে তাদের পাঠদান করতে পারবে।”
“টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শুধু জেলার মানুষ নয়, আশপাশের জেলা থেকেও শিক্ষার্থীরা ভর্তি হয়ে, উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারবে।”
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু মেডিকেল কলেজে মুমূর্ষু রোগীদের জন্য নতুন করে আরো দশটি আইসিইউ বেড স্থাপন সম্পন্ন হয়েছে। সেখানে জেলার ক্রিটিক্যাল পেশেন্টরা ঢাকায় না গিয়ে ফরিদপুর সেবা নিতে পারবেন।”
এসব প্রকল্পের জন্য ফরিদপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক।