মিশনে নিহত জসিমের স্বজনরা শোকে পাথর

প্রশাসনের পক্ষ থেকে কেউ খোঁজ-খবর নিতে আসেনি বলে অভিযোগ করেন জসিমের ভাই।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2022, 06:14 PM
Updated : 5 Oct 2022, 06:14 PM

আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে গিয়ে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত জসিম মিয়ার স্ত্রী-সন্তানসহ স্বজনরা যেন শোকে পাথর হয়ে গেছেন।

মঙ্গলবার ভোরে মধ্য আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরণে জসিমসহ তিন বাংলাদেশি সৈনিক নিহত হয়েছেন; আহত হয়েছেন একজন। 

নিহত জসিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার খাটিংগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে। ছেলেকে হারিয়ে শোকে বাকরুদ্ধ বাবা; ঠিকমতো কথা বলতে পারছেন না। অপরদিকে, দুই শিশু সন্তানকে নিয়ে শোকে স্তব্ধ জসিমের স্ত্রী।

জসিমরা দুই ভাই, চার বোন। তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি স্বজনদের মাঝেও বিরাজ করছে শোক। সকাল থেকেই এলাকাবাসী আসছে তাদের সান্ত্বনা দিতে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ-খবর নিতে আসেনি বলে অভিযোগ করেন জসিমের ভাই।  

পরিবারের দাবি এখন একটাই, জসিমের মরদেহ যেন দ্রুত দেশে আনা হয়। 

২০০৯ সালে জসিম মিয়া সেনাবাহিনীতে যোগ দেন; ২০২১ সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার কথা ছিল।

আরও পড়ুন:

Also Read: মিশনে নিহত শরিফ ছিলেন পরিবারের অবলম্বন