গণসংযোগকালে প্রায় অর্ধশত মোটরসাইকেলে একদল লোক অতর্কিত হামলা চালায়।
Published : 25 Apr 2023, 01:56 AM
ভোলার চরফ্যাশনে গণসংযোগ করতে গিয়ে সাবেক এক সচিবের সমর্থকরা হামলার শিকার হয়েছেন।
সোবার বিকালে উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় এ হামলায় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে সাবেক সচিব মেজবাহ উদ্দিন জানান।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চরফ্যাশন থানার ওসি মো. মুরাদ হোসেন জানান।
সাবেক সচিব মেজবাহ উদ্দিন ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মেজবাহ উদ্দিন কয়েকদিন ধরে তার জন্মস্থান চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাতের পাশাপাশি মতবিনিময়ে করে আসছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যার কিছু আগে উপজেলার চেয়ারম্যান বাজারে তিনি গণসংযোগ করতে যান।
মেজবাহ উদ্দিন বলেন, গণসংযোগকালে চরফ্যাশন থেকে প্রায় অর্ধশত মোটরসাইকেলে একদল ‘সশস্ত্র সন্ত্রাসী’ পিছন থেকে তার নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।
“স্থানীয়দের বাধার মুখে সন্ত্রাসীরা এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়।”
খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান, হামলার খবর ছড়িয়ে পড়ার পর চরফ্যাশন উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসি মুরাদ হোসেন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।”