তিন আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী, অপর আসনগুলোয় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা নৌকার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Published : 08 Jan 2024, 02:38 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এর মধ্যে তিন আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী, অপর আসনগুলোয় ঈগল প্রথীকের স্বতন্ত্র প্রার্থীরা নৌকার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে নৌকা প্রতীকের তানভীর শাকিল জয় ২ লাখ ৭৮ হাজার ৯৭১ ভোট পেয়ে টানা দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জহুরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট।
সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ) আসনে নৌকা প্রতীকের ড. জান্নাত আরা তালুকদার হেনরী ১ লাখ ৮৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের আমিনুল ইসলাম ঝন্টু পেয়েছেন ৪ হাজার ৫৮০ ভোট।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে নৌকা প্রতীকের ডা. আব্দুল আজিজ ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগ নেতা কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে নৌকা প্রতীকের নতুন মুখ গাজী শফিকুল ইসলাম শফি ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের হিল্টন প্রামাণিক ৭ হাজার ৮৮ ভোট পেয়েছেন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি এবং চৌহালী) আসনের নৌকা প্রতীকের আব্দুল মমিন মণ্ডল ৭৭ হাজার ৪২২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাস পেয়েছেন ৭৩ হাজার ১৮৩ ভোট।
সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) আসনে নৌকা প্রতীকের নতুন মুখ চয়ন ইসলাম ১ লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরু ২৫ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন।
এর আগে শান্তিপূর্ণভাবে জেলার প্রতিটি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোট চলাকালে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রায়গঞ্জের একটি কেন্দ্র থেকে দুই ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে উভয়কে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও সিরাজগঞ্জ-৬ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু দুপুরের পর থেকে কেন্দ্রগুলোতে নৌকার প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে নানা অনিয়ম করেছে দাবি করে গ্রহণ করা ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের জন্য বিকালে (ভোট শেষ হওয়ার আগে) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।