বান্দরবানে এক শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এক বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত শফিউল আলম কক্সবাজার জেলা সদরে ভারুয়াখলীর এলাকার ছোট চৌধুরী পাড়ার বাসিন্দা।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বাসিংথুয়াই মারমা জানান, যাবজ্জীবন সাজার পাশাপাশি বিচারক আসামিকে এক লাখ জরিমানাও করছেন। অনাদায়ে তাকে আরও এক বছর সাজা ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, বান্দরবান শহরে বালাঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শফিউল। ২০২১ সালে ১৯ ফেব্রুয়ারি সকালে তার পাশের ঘরের ভাড়াটিয়ার দুই বছরের মেয়েকে কোলে নিয়ে বাজারে যাচ্ছিলেন তিনি।
এ সময় মেয়েটির বাবা কাজে বের হচ্ছিলেন। মেয়ের ঠাণ্ডা লাগবে ভেবে শফিউলকে তিনি তাদের বাসায় যেতে বলেন। এর কিছুক্ষণ পর স্ত্রী তাকে ফোন করে জানান, ভাড়া বাসায় ঘরে শফিউল মেয়েকে ধর্ষণ করেছে।
এ ঘটনায় শফিউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বান্দরবান সদর থানায় মামলা হয়। পরে প্রাথমিক তদন্তে শফিউলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে।
তদন্ত শেষে পুলিশ ২০২১ সালে ১৬ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।