চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

গোসলের এক পর্যায়ে মাহমুদুল্লাহকে ডুবতে দেখে তাকে বাঁচাতে গিয়ে সিফাতও পানিতে তলিয়ে যায় বলে জানায় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 01:14 PM
Updated : 14 Nov 2023, 01:14 PM

চাঁপাইনবাবগঞ্জ সদরে মহানন্দা নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছে অপর এক শিশু।

মঙ্গলবার সদর উপজেলার কাজীপাড়া গ্রামে নদীর নতুন ঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাজ্জাদ হোসেন।

নিহত ৯ বছর বয়সি মাহমুদুল্লাহ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। নিখোঁজ সিফাত (১৩) একই এলাকার মো. হানিফের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি সাজ্জাদ জানান, দুপুর ১২টার দিকে মাহমুদুল্লাহ ও সিফাত নদীতে সিমেন্টের বস্তা পরিষ্কার করতে যায়। কাজ শেষে নদীতে গোসলের এক পর্যায়ে মাহমুদুল্লাহকে ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে গিয়ে সিফাতও পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সিফাত ও মাহমুদুল্লাহর খোঁজে নদীতে তল্লাশি চালায় বলে তিনি জানান।

বিকাল সোয়া ৪টার দিকে ঘাটের অদূরে মাহমুদুল্লাহর মরদেহ পাওয়া গেলেও সিফাত এখনো নিখোঁজ রয়েছে বলে জানান ওসি সাজ্জাদ।