সিলেট সিটি মেয়রের দায়িত্ব নিলেন আনোয়ারুজ্জামান

এর আগে ২১ জুন সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন আনোয়ারুজ্জামান।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 06:03 PM
Updated : 7 Nov 2023, 06:03 PM

সিলেট সিটি করপোরেশনের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নগরীর বান্দরবাজারে নগরভবনে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নতুন মেয়রের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

বিদায়ী মেয়র আরিফুল হক নতুন মেয়রকে শুভেচ্ছা জানিয়ে এই নগরীর উন্নয়নে সবসময় তার সহয়োগিতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ ছাড়াও বিদায়ী ও নবনির্বাচিত মেয়রের স্ত্রী-সন্তানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। 

এর আগে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সে সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সিলেটবাসীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন আনোয়ারুজ্জামান

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ারুজ্জামান বলেন, “সবার ভালোবাসায় আমি ধন্য। সিলেটবাসী মেয়র হিসাবে আমাকে নির্বাচিত করে নগরভবনে পাঠিয়েছেন। যাত্রা শুরুর প্রাক্কালে সবার দোয়া ও ভালোবাসা চাই।”

সিলেটকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি আরও বলেন, “নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার সর্বশক্তি দিয়ে কাজ করবো। এ কাজে অতীতের মতো ভবিষ্যতেও আমি নগরবাসীর সহযোগিতা চাই। এই সহযোগিতা থেকে বঞ্চিত হব না বলে আমার দৃঢ় বিশ্বাস।”

এর আগে ২১ জুন সিলেট সিটি করপোরেশনের পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে আনোয়ারুজ্জামান এক লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। পরে ৩ জুলাই শপথ নেন আনোয়ারুজ্জামান।