নরসিংদীর ওই শিক্ষক শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
Published : 06 Mar 2024, 09:28 PM
নরসিংদীর শিবপুর উপজেলায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় এক কলেজ শিক্ষক আহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার ওয়ারিশ আলী মার্কেটের পাশে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. সজীব।
আহত হারুনুর রশিদ শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তিনি উপজেলার পূবেরগাঁও গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হারুনুর রশিদ বলেন, “দুপুর ১টার দিকে কলেজ থেকে বাড়ি ফিরছিলাম। পথে অচেনা দুই যুবক আমার পথ রোধ করে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয় এবং মারপিট করতে থাকে।
“এ সময় হামলাকারীরা বলতে থাকে, ‘তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এক লাখ টাকার বাজেট হয়েছে।’ আমাকে জখম করে তারা পালিয়ে যায়।”
খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী শিক্ষক।
হামলায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইউএনও শাহ্ মো. সজীব।