শেরপুরে আওয়ামী লীগের ‘কমিটিতে পদ না পেয়ে হামলা’, আহত ১০

নেতাকর্মীদের মতামত নিয়ে ইউনিয়ন কমিটির সভাপতির নাম ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি বলে একাংশের অভিযোগ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2023, 02:59 PM
Updated : 18 March 2023, 02:59 PM

শেরপুরের নকলা উপজেলায় কমিটিতে পদ না পাওয়ায় একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে; এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ।

পুলিশ জানায়, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর সভাপতি প্রার্থীর সমর্থকের লোকজন হামলা চালায়। তবে আহত সবার নাম-পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জানান, সকাল ১১টায়  সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

“আলোচনা শেষে দুপুর আড়াইটার দিকে নতুন সভাপতি হিসেবে শামসুজ্জামান ডেভিড ও সাধারণ সম্পাদক পদে সিয়ামুল বাদশার নাম ঘোষণা করা হয়।”

তিনি আরও বলেন, “সভাপতি হিসেবে ডেভিডের নাম ঘোষণা করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর ভাতিজা গোলাম সারোয়ারের সমর্থকরা সমাবেশস্থলে অতর্কিত হামলা চালায়।

“এ সময় মঞ্চে বসা নেতাদের দিকে চেয়ার ছুড়ে মারলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনসহ কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়।”

খবর পেয়ে পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় প্রধান অতিথির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার সঙ্গে জড়িত নন দাবি করেছেন।

তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিয়ে ইউনিয়ন কমিটির সভাপতির নাম ঘোষণা করার কথা থাকলেও তা করা হয়নি।

“গোপন কক্ষে বৈঠক করে সভাপতি পদে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও বিতর্কিত শামসুজ্জামান ডেভিডের নাম ঘোষণা করা হয়। এতে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে চেয়ার ছোড়াছুঁড়ি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে।”

এ ঘটনায় আমাকে এবং আমার স্বজনদের জড়িয়ে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি গোলাম রব্বানীর।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি; পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।