পুলিশ জানায়, নিহত সুরেশের স্ত্রীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 20 Apr 2024, 03:47 PM
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় এক ব্যক্তি ও তার শিশু ছেলের মৃত্যু হয়েছে; এ সময় ওই ব্যক্তির স্ত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক (ট্রাফিক) আবু নাঈম সিদ্দিকী জানান৷
নিহতরা হলেন- ঝালকাঠির সদর উপজেলার সুরেশ ডাকুয়া (৩৫) ও তার সাত বছর বয়সি ছেলে লোকেশ ডাকুয়া।
আহত নিপু রায় (৩০) সুরেশের স্ত্রী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওই হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া৷
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম বলেন, সুরেশ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত বাসের নিচে চাপা পড়েন।
“শিশু লোকেশ ঘটনাস্থলেই মারা যায় এবং আহত সুরেশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
অজ্ঞাত গাড়ি এবং চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আহত নিপু রায় জানান, তাদের ঝালকাঠি সদরে খেজুরা গ্রামে দর্জির দোকান রয়েছে। তারা সোনারগাঁ উপজেলার বারদী এলাকার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরে প্রার্থনার জন্য এসেছিলেন৷ প্রার্থনা শেষে শনিবার সকালে নিজ গ্রামে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, “আমরা যখন রাস্তা পার হচ্ছিলাম তখন বাসটি আমাদের উপর উঠে যায়৷ আমার ছেলে বাবার হাত ধরে ছিল, আমি ব্যাগ হাতে একটু পেছনে ছিলাম৷ মুহূর্তের মধ্যে আমার সব শেষ হয়ে গেল৷”