সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে কনস্টেবলের যাবজ্জীবন

২০২০ সালের ২৭ অগাস্ট ডোবা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান এপিপি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 12:28 PM
Updated : 21 Nov 2023, 12:28 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যার দায়ে পুলিশের এক কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) ওয়াছ করনী লকেট জানান।

দণ্ডিত মনিরুল ইসলাম (৩০) উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর কালীগঞ্জ গ্রামের শাহেব আলীর ছেলে।

মামলার বরাতে এপিপি লকেট বলেন, ২০১৮ সালের ৮ নভেম্বর রামকান্তপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুরভী খাতুনের (২২) সঙ্গে তৎকালীন পুলিশ কনস্টেবল মনিরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে সুরভীকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন মনিরুল।

“২০২০ সালের ২৭ অগাস্ট ছুটিতে বাড়িতে গিয়ে সুরভীকে বাবার বাড়ি থেকে নিয়ে আসেন মনিরুল। পরদিন দুপুরে রামকান্তপুর গ্রামের একটি ডোবা থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে পুলিশ।”

এপিপি বলেন, এ ঘটনায় সুরভীর বাবা বাদী হয়ে উল্লাপাড়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মনিরুলকে গ্রেপ্তার করলে তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তখন পুলিশের চাকরি থেকে বরখাস্ত হন মনিরুল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২১ সালের ১৩ জানুয়ারি মনিরুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান ওয়াছ করনী।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।