সিলেট-১ আসনে এ কে আব্দুল মোমেনসহ পাঁচজন নির্বাচনে অংশ নিচ্ছেন।
Published : 07 Jan 2024, 12:21 PM
সিলেটে নিজের ভোট দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির হরতাল ঢং-ঢাং।
রোববার সকাল ১০টার দিকে সিলেট নগরীর দুর্গাকুমার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি শনিবার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।
মোমেন সাংবাদিকদের বলেন, “আজকে ছুটির দিন, উৎসবের দিন। বিএনপির হরতাল হচ্ছে ঢংঢাং; ওগুলো মিডিয়ায় আসার জন্য।”
আনন্দমুখর পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ভোটাররা যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে যাচ্ছে, কোনো জোর-জবরদস্তি নাই, সংঘাত নাই।"
টানা ছুটির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হতে পারে বলে তিনি মনে করছেন।
এ কে আব্দুল মোমেন সিলেট-১ আসনে (সিটি করপোরেশন-সদর) নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এই আসনে প্রার্থী মোট পাঁচজন। অপর চার প্রার্থী হলেন সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক (মিনার) ও বাংলাদেশ কংগ্রেসের সোহেল আহমদ চৌধুরী (ডাব)।