এভাবে চললে দেশ ফকির রাষ্ট্রে পরিণত হবে: মির্জা আব্বাস

“তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল আওয়ামী লীগ ও জামায়াতের”

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2023, 04:28 PM
Updated : 4 Feb 2023, 04:28 PM

যেভাবে চলছে এভাবে চলতে থাকলে দেশ ফকির রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তিনি বলেন, “ভোটের প্রয়োজন না থাকায় আওয়ামী লীগ সরকার দফায় দফায় সব ধরনের তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে। অন্যদিকে ডলার সংকটে এলসি করা যাচ্ছে না। ফলে পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না।” 

শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর সোনাদীঘি মোড়ে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা এসব কথা বলেন। 

তিনি বলেন, “১৫ বছরে তিনটা নির্বাচন হয়েছে, কেউ ভোট দিতে পারিনি। ভোট দেওয়া মানুষ ভুলে গেছে। আমরা প্রতিযোগিতা করে ভোটে নির্বাচিত হয়েছিলাম। চুরি করিনি। 

“পালানোর জন্য পথ আওয়ামী লীগকেই ঠিক করে নিতে হবে, বিএনপি ঠিক করে দেবে না।” 

তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগ ও জামায়াতের ছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা এই দাবি তুলেছিল। এখন সেখান থেকে তারা সরে এসেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।” 

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।