সফরে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Published : 31 Jul 2023, 11:03 PM
রংপুরে বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।
বুধবার রংপুর জিলা স্কুল মাঠে এই সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সমাবেশ সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। তৈরি করা হচ্ছে নৌকার আদলে মঞ্চ, যেখানে দাঁড়িয়ে রংপুরের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।
সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রংপুরে যাবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে অবতরণ করবে।
পরে দুপুর ২টা ৫ মিনিটে সেখান থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন তিনি।
সোয়া ২টার দিকে সার্কিট হাউসে পৌঁছে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে উদ্দেশে রওনা দিয়ে ৩টা ৫ মিনিটে মহাসমাবেশস্থলে পৌঁছবেন তিনি। প্রথমে সেখানে রংপুর বিভাগের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।
মহাসমাবেশে বক্তব্য দেওয়ার পর বিকেলে আবার একই পথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
সফরে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের ঘোষণা দেবেন শেখ হাসিনা। সঙ্গে নতুন প্রতিশ্রুতির ঘোষণাও আসতে পারে।
সোমবার সকালে রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, এস এম কামালসহ দলের অন্য নেতা-কর্মীরা।
এর আগে সবশেষ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর রংপুরে এসেছিলেন শেখ হাসিনা। সেসময় তিনি পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন।
ফলে সাড়ে চার বছর পর আবার তার সফর নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস বেশি।
রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রেজউল করিম রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাসমাবেশে ১১ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। রংপুর বিভাগের ৫৮টি উপজেলার প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে ৩-৪ হাজার মানুষ আসবে। জনসভা সফল করতে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভাও হয়েছে। দলের শীর্ষ নেতারা ছাড়াও এমপি ও মন্ত্রীরা সবাই রংপুরের এই সমাবেশ সফল করতে বিভিন্নভাবে দিকনির্দেশনা দিচ্ছেন।”