এতে জেলার মাধ্যমিক পর্যায়ের ২০ শিক্ষার্থী অংশ নিয়েছে।
Published : 13 Oct 2023, 12:30 AM
‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ ও ইউনিসেফের যৌথ আয়োজনে খুলনায় তিন দিনব্যাপী শিশু সাংবাদিকতা নিয়ে কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন।
হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি শুভ্র শচীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন খুদে বঙ্গবন্ধু সংসদের চেয়ারম্যান কবি হোসাইন বিল্লা এবং ইউনিসেফের খুলনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা কাউসার হোসাইন।
কর্মশালার প্রথমদিন প্রশিক্ষণ পরিচালনা করেন সাংবাদিক আফরিন মিম এবং ইউনিসেফের প্রশিক্ষক মামিনুন নেছা শিখা।
এতে শিশুর অধিকার, জাতিসংঘ শিশু সনদ, নারী-পুরুষের সমতা ও বাল্যবিয়ের কুফলসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এ ছাড়া হাতে-কলমে ভিডিও ধারণ, ছবি তোলা এবং সংবাদ তৈরি শেখানো হয়।
কর্মশালায় জেলার মাধ্যমিক পর্যায়ের ২০ শিক্ষার্থী অংশ নিয়েছে। শনিবার সনদ বিতরণের মধ্য দিয়ে এ কর্মশালা শেষ হবে।