সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকের।
Published : 13 Jul 2024, 03:50 PM
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন; আহত হয়েছেন আরও একজন।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান।
মৃতরা হলেন- ওই এলাকার হারান বিশ্বাসের ছেলে নির্মাণ শ্রমিক লিটন বিশ্বাস (৩০) এবং ইয়ারুল হোসেনের ছেলে রাজন হোসেন (২৮)।
আহত মিজান হোসেন (১৮) নিহত রাজনের ছোট ভাই। মিজান দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, সকালে মোশারফ হোসেনের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন লিটন। কাজের এক পর্যায়ে লিটন অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারে নিচে নামেন রাজন ও মিজান।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক লিটন এবং রাজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকের।
খবর পেয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি; পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান।