অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে কয়েক মাস ধরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
Published : 17 Oct 2024, 10:38 PM
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদ ও দুই দফা দাবিতে মৌলভীবাজারে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়েছে। এতে জেলার বাসিন্দারা ৩ ঘণ্টা বিদ্যুৎহীন ছিলেন।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। পরে সেনাবাহিনী ও পুলিশের অনুরোধে সংযোগ চালু করা হয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক ক্লিটন তালুকদার জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীনে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।
দুই প্রতিষ্ঠানের অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়েক মাস থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন তারা। এরই মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তা-কর্মচারীকে কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার সারাদেশের সঙ্গে মৌলভীবাজারেও দুই দফা দাবি আদায় এবং অন্যায়ভাবে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও সমিতির ১৫ জন কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়।
বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার গ্রাহক। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বাসা-বাড়িতে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার মো. সাব্বির হোসেন বলেন, “পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুর্নীতি করে তাদেরকে নিম্ন মানের মালামাল সরবরাহ করে। এতে কাজ করতে গিয়ে অনেকেই মারা যান। আর ঘনঘন বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়। ফলে গ্রাহকদের ভোগান্তি ও অতিরিক্ত বিল দিতে হয়।”
শ্রীমঙ্গল থানা ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আন্দোলনের খবর পেয়ে বেলা ১২টার দিকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে যান তিনি। সেখানে আন্দোলনকারীদের বুঝিয়ে ‘শাটডাউনে’ বাধা দেন তিনি।
তবে বিকাল ৩টার দিকে থানায় ফিরে গেলে, তারা ‘শাটডাউন’ দিয়ে দেন। পরে আবার পল্লী বিদ্যুৎ সমিতিতে যান তিনি। এ সময় সেনাবাহিনীও ছিলেন।
তিনি বলেন, সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টার কিছু আগে ‘শাটডাউন’ প্রত্যাহার করে নেন তারা।
আগামী রোববার সরকারের সঙ্গে বৈঠক শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা।