পুলিশ জানায়, জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
Published : 09 Feb 2025, 05:51 PM
শেরপুর সদর উপজেলা ও ঝিনাইগাতী উপজেলায় জেলা ওলামা লীগের সভাপতি এবং নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সদর থানার ওসি জোবায়দুল আলম এবং ঝিনাইগাতী থানার ওসি আল আমিন এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- মাহমুদুল হাসান রুবেল শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মাওলানা নুরুল ইসলাম শেরপুর শহরের বাগরাকশা এলাকার বাসিন্দা এবং জেলা ওলামা লীগের সভাপতি।
সদর থানার ওসি জোবায়দুল আলম বলেন, ভোররাতে শহরের বাগরাকশা এলাকায় নিজ বাসা থেকে নুরুলকে গ্রেপ্তার করা হয়।
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ অগাস্টের ঘটনায় সদর থানায় করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।”
ঝিনাইগাতী থানার ওসি আল আমিন বলেন, শনিবার রাত ৮টার দিকে পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় পুলিশকে দেখে ছাত্রলীগের দুই নেতা রুবেল ও রফিকুল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।