চলতি বছরের ১৯ জানুয়ারি ইলিয়াছ হোসেন বাবলু আকস্মিকভাবে মারা গেলে মেয়র পদটি শূন্য হয়ে যায়।
Published : 29 Apr 2024, 01:00 AM
নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন প্রয়াত মেয়র ইলিয়াছ হোসেন বাবলুর ছেলে নাসিব সাদিক হোসেন নোভা।
নারিকেল গাছ প্রতীকে তিনি ১২ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার বিকালে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
নোভার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (রেল ইঞ্জিন) পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট।
এছাড়াও আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর ছাদের হোসেন (মোবাইল ফোন) পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট।
এদিন সকাল আটটা থেকে ১৮টি কেন্দ্রে ইভিএমএ শুরু হওয়া ভোটগ্রহণ চলে টানা চারটা পর্যন্ত। মোট ৩৭ হাজার ১৯১ জন ভোটারের মধ্যে ২৪ হাজার ৭১৬ জন ভোটার ভোট প্রদান করেন।
রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, তিন প্রার্থীরসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মোট ৬৬ দশমিক ৪৬ শতাংশ ভোটার ভোট প্রদান করেন।
চলতি বছরের ১৯ জানুয়ারি ইলিয়াছ হোসেন বাবলু আকস্মিকভাবে মারা গেলে মেয়র পদটি শূন্য হয়ে যায়।