আটকদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
Published : 07 Feb 2025, 11:39 PM
রাঙামাটির কাউখালীতে ছুরিকাঘাতে হিজড়া প্রধান শিলা হত্যা মামলায় আটক কথিত প্রেমিকসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ওই চারজনকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক ইশরাত জাহান পুনম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম সোহাগ।
কারাগারে যাওয়ারা হলেন- শিলার কথিত প্রেমিক আরিফুল ইসলাম রনি, শিলার প্রতিবেশী হিজড়া শারমিন আক্তার (রানা), বান্ধবী পুতুল এবং শিলার অধীনে থাকা হিজড়া শারমিন আক্তারের কথিত স্বামী শুক্কুর মাসুদ।
এর মধ্যে শুক্কুর মাসুদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি সাইফুল ইসলাম।
তিনি বলেন, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকার একটি বাসা থেকে ৩৫ বছর বয়সি শিলার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিলার বাবা মো. আলাউদ্দিন একটি হত্যা মামলা করেন।
ঘটনার পর থেকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান চালিয়ে আসছিল পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার রাতে শিলার প্রতিবেশী এক হিজড়া ও তার প্রেমিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি সাইফুল ইসলাম।
গ্রেপ্তার চার আসামির মধ্যে একজন হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান তিনি।
নিহত শিলা কাউখালী উপজেলায় বসবাস করলেও তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।