ব্যাগটি মাদক পাচারকারীরা ফেলে পালিয়ে যায়, ধারণা বিজিবির।
Published : 03 Nov 2024, 09:07 PM
যশোরের বেনাপোলে ট্রেনে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কোকেন ও হেরোইন জব্দ করার কথা জানিয়েছে বিজিবি।
রোববার বিকালে বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চলাচলকারি ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন থেকে এই মাদকের চালান জব্দ করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান।
তিনি বলেন, “গোয়েন্দা তথ্যে বেতনা এক্সপ্রেসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তল্লাশি করে ২ দশমিক ৭৬০ কেজি কোকেন ও ১ দশমিক ৬৯২ কেজি হেরোইন পাওয়া যায়। পরে সেখানে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেও ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি।”
বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে মাদক পাচারকারীরা পালিয়ে যায় বলে ধারণা বিজিবির এ কর্মকর্তা।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ বলেন, “জব্দ করা কোকেন ও হেরোইনের বাজারমূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। এর মধ্যে কোকেনের মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা ও হেরোইনের মূল্য ৩৩ লাখ ৮৪ হাজার টাকা।”
জব্দ করা মাদক ধ্বংস করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।