তিনি ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সভাপতি।
Published : 27 Oct 2024, 07:43 PM
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক সিভিল সার্জন মো. আবু সাঈদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রোববার দুপুরে জেলা শহরের ঘাটুরা এলাকায় হাসপাতালটির সামনে থেকে র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা শাখার সভাপতি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, দুপুরে ডা. আবু সাঈদকে আটকের পর থানায় হস্তান্তর করে র্যাব।
পরে তাকে সদর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।