সাবেক এই সংসদ নেতা ‘আফজাল সুজ কোম্পানি’র স্বত্বাধিকারী।
Published : 24 Mar 2025, 07:16 PM
কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন আত্মগোপনে থাকা অবস্থায় মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার ভোরে শহরের জুতা ব্যবসায়ী ও ঠিকাদার নুরুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানান মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন।
আফজাল হোসেন ‘আফজাল সুজ কোম্পানি’র স্বত্বাধিকারী।
স্থানীয়রা জানান, নুরুলের ভাই মামুন এক সময় ঢাকার গুলিস্তানে ফুটপাতে জুতা বিক্রি করতেন। সেই সময় তার পাশে জুতা বিক্রি করতেন আফজাল হোসেনও। সেই থেকে মামুন পরিবারের সঙ্গে আফজালের সখ্যতা হয়।
পরবর্তীতে আফজাল হোসেন জুতার ফ্যাক্টরি দিলে মামুন সেখানে কিছুদিন চাকরি করেন। পরে আফজাল সুজের স্থানীয় ডিলার হয়ে মামুন ও তার ভাই নুরুল ইসলাম মেহেরপুর শহরে জুতার ব্যবসা শুরু করেন। এতে তাদের সম্পর্ক আরও গভীর হয়।
পরে আফজাল হোসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ১৭ বছর আর মেহেরপুর যাননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর মেহেরপুরে মামুনের বাসায় আত্মগোপন করেন তিনি।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে ভোরে নুরুল ইসলামের বাড়িতে হানা দেয় পুলিশ। এ সময় বাড়ির লোকজন আফজাল হোসেনের অবস্থানের কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, আফজাল হোসেনকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ পুলিশকে জানানো হয়। পরে কিশোরগঞ্জ থেকে আফজাল হোসেনের বিরুদ্ধে মামলার তথ্য পাঠালে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি মেহেরপুর থানা হাজতে বন্দী আছেন।
কিশোরগঞ্জ পুলিশ মেহেরপুরে পৌঁছালে তাকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের রিকুইজিশন (অধিযাচন) এর ভিত্তিতে সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ পাঠানো হবে।
আফজাল হোসেন কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের চার বারের সংসদ সদস্য ছিলেন। তার ভাই আনোয়ার হোসেন আশরাফ বাজিতপুর পৌরসভার দুই বার পৌর মেয়র ছিলেন।