নিহত কুটি মিয়া বৃহস্পতিবার সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়েছিলেন, বলছেন তার স্ত্রী।
Published : 11 Apr 2025, 11:55 PM
সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্ত থেকে সাত কিলোমিটার দূরে মেঘালয়ের ভেতরে গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনার পর নিহতের লাশ মেঘালয়ের শিলংয়ের একটি হাসপাতালে রয়েছে বলে বিজিবি ও পুলিশ জানিয়েছে।
নিহত কুটি মিয়ার (৫০) বাড়ি দোয়াবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে।
দোয়াবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, “কুটি মিয়াসহ সাতজন ভারতের ভেতরে গিয়েছিল। সেখানে খাসিয়াদের সঙ্গে তাদের বাদানুবাদ হলে ছয়জন পালিয়ে আসে। আজ (শুক্রবার) খবর পেয়েছি কুটি মিয়া খাসিয়াদের গুলিতে মারা গেছেন।”
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটেনি। ভারতের ভেতরে ৭ কিলোমিটার দূরে ঘটেছে। সীমান্তের সাত কিলোমিটার ভেতরে হওয়ায় সেখানকার পুলিশ বিষয়টি দেখভাল করছে। বাংলাদেশ পুলিশও তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছে নিহতের লাশ শিলং হাসপাতালে আছে।
কুটি মিয়ার স্ত্রী রত্না বেগম বলেন, তার স্বামী বৃহস্পতিবার সকালে ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। এখন শুনতে পাচ্ছেন খাসিয়ারা গুলি করে হত্যা করেছে। স্বামীর লাশ ফেরত চান তিনি।