Published : 03 May 2025, 01:58 PM
কুষ্টিয়ার মিরপুরে আটকের পর মোটরসাইকেলে থানায় নিয়ে যাওয়ার পথে যুবকের হাতুড়ি পেটায় পুলিশের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। মাথায় হেলমেট থাকায় রক্ষা পেয়েছেন আরেক পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি পরিদর্শক মমিনুল ইসলাম।
আশিক (২৫) নামের ওই যুবককে একটা মারামারি ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার আমলাপাড়া এলাকা থেকে আটক করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে আটকের পর আশিককে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। চালক এসআই মনিরুল ও পেছনে কনস্টেবল রুস্তমের মাঝে আশিককে বসিয়ে তারা রওয়ানা হন।
পথে মিরপুর থানার অদূরেই পালপাড়া বাজার এলাকায় পৌঁছালে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে আশিক তার কোমরে লুকিয়ে রাখা হাতুড়ি বের করে চালক এসআই মনিরুলের মাথায় আঘাত করেন।
এতে মনিরুলের মাথায় থাকা হেলমেট ভেঙে গেলেও আহত হওয়া থেকে রক্ষা পান তিনি। পরে আশিক পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীকে আঘাত করলে তার মাথা ফেটে যায়।
এ সময় ঘটনাক্রমে মিরপুর থানার কয়েকজন পুলিশ উপস্থিত হয়ে হাতুড়িসহ আশিককে আটক করে।
কনস্টেবল রুস্তমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মমিনুল ইসলাম বলেন, “একটি মামলার সন্দেহভাজন আসামি আশিককে আটক করে থানায় আনা হচ্ছিল। যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখাটে স্বভাবের আশিকের বিভিন্ন স্থানীয় সামাজিক অপরাধের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।”