এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা আজ প্রমাণ করেছেন, তাদের অবাঞ্ছিত কথার কোনো মূল্য নাই।’’
Published : 14 Nov 2023, 07:55 PM
স্বাধীন দেশের নাগরিক হিসেবে কাউকে অবাঞ্ছিত ঘোষণা করার দায়িত্ব বা অধিকার কারও নেই বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।
তিনি বলেছেন, “যারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা দিলেন, তারা দেশের আইন লঙ্ঘন করলেন।”
সোমবার রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের শ্রীবহর গ্রামে এক উঠান বৈঠকে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
নিজ দলের নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ প্রতিবাদে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে সম্প্রতি অবাঞ্ছিত ঘোষণা করেছিল স্থানীয় বিএনপি।
ওই দুই উপজেলায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে শমসের মবিনের কুশপুতুলও পোড়ান হয়।
এর পরিপ্রেক্ষিতে তৃণমূল বিএনপি প্রধান বলেন, “স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে যেকেউ দেশের যেকোনো জায়গায় যেতে পারেন; কেউ বাধা দিতে পারে না।”
এ সময় এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “কোনো একটি দলের কিছু মানুষ বসে আমাকে গোলাপগঞ্জ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে। আপনারা আজ প্রমাণ করেছেন, তাদের অবাঞ্ছিত কথার কোনো মূল্য নাই।
“আপনারা প্রমাণ করেছেন, শমসের মবিন চৌধুরী আপনাদের মানুষ, আপনাদের কাছে আসবেন, বাধা দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি।”
সাবেক এ কূটনীতিক আরও বলেন, “আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে, মার্কা দেখে ভোট দিব আমরা। এই মার্কাকে ভোট দেব কেন? আমরা তো ভোট দেব মানুষকে। যে মানুষ কাজ করবে। যে মানুষের ওপর বিশ্বাস আছে।”
রাজনৈতিক ব্যক্তিদের প্রতিশ্রুতির দেওয়ার অভ্যাস বেশি দাবি করে তিনি বলেন, “আমি এমন কোনো প্রতিশ্রুতি করতে চাই না, যেটা আমার দ্বারা দেওয়া সম্ভব নয়।’’
উঠান বৈঠকে স্থানীয় ফয়জুর নূরের সভাপতিত্বে ও তৃণমূল বিএনপির গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বয়ক ছানা মিয়ার পরিচালনায় বক্তব্য দেন নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া দলটির সিলেট জেলার আহ্বায়ক এমএ হান্নান। এ ছাড়াও দলের স্থানীয় মো. জাকির হোসেন খান, কামাল আহমদ, রব উদ্দিন, সেলিম আহমদ বক্তব্য দেন।