Published : 11 Jun 2024, 08:44 PM
কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয় শিবিরে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় দিকে উপজেলার ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।
নিহত যুবক সৈয়দ আমিন (৩৫), ওই ক্যাম্পের এ/৪ ব্লকের আহমেদের ছেলে।
ওসি শামীম হোসেন বলেন, দুপুরে হঠাৎ করে কিছু লোক আমিনকে পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“প্রাথমিকভাবে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আমিন আরএসও এর সদস্য এবং হামলাকারীরা আরসার সদস্য ছিলেন।”
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এর আগে সোমবারও একই ক্যাম্পে তিনজনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত রয়েছে ৭ রোহিঙ্গা।