সোমবার সকালে সিংড়া উপজেলার দীঘল গ্রামে এ ঘটনা ঘটে বলে সিংড়া থানার পরিদর্শক জানান।
Published : 09 Dec 2024, 06:00 PM
নাটোরের সিংড়া উপজেলায় আট বছরের কন্যাশিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ মাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শোকে শিশুটির বাবা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার দীঘল গ্রামে এ ঘটনা ঘটে বলে সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসমাউল হক জানান।
নিহত হাওয়া খাতুন (৮) ওই গ্রামের হাফিজুল ইসলামের (৪০) মেয়ে।
আটক নুপুর বেগম (৩৫) হাফিজুলের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর হাফিজুল ইসলাম তার মেয়ে ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। দীঘল গ্রামে তিনি একটি পুকুরের মাছ চাষ দেখাশোনার কাজ করতেন।
সকালে পারিবারিক বিষয় নিয়ে হাফিজুলের সঙ্গে নূপুরের ঝগড়া হয়। তারপর হাফিজুল বাড়ির বাইরে চলে যান।
পরিদর্শক আসমাউল হক বলেন, “ধারণা করা হচ্ছে, ঝগড়ার জেরে নুপুর কন্যাশিশুটিকে মাথায় কুপিয়ে হত্যা করে পাশের পুকুরে ফেলে দেন। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাথায় তিনটি কোপের আঘাত আছে।
“হাফিজুল বাড়ি ফিরে মেয়ের শোকে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী নুপুরকে আটক করে পুলিশে দিয়েছে।”
শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা আসমাউল।