পুলিশ জানায়, এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা কভার্ড ভ্যানটি ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।
Published : 22 Feb 2024, 09:39 AM
কক্সবাজারের রামু উপজেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কভার্ড ভ্যানটিকে ভাঙচুর করে এবং প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
রামু থানার ওসি আবু তাহের মো. দেওয়ান রাতে সাংবাদিকদের বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
নিহত মো. মুফিজ ওরফে গুরা মিয়া (৫৫) ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ভুট্টো বলেন, সন্ধ্যায় রামু ক্রসিং হাইওয়ে থানার একটি টহল দল টেকনাফ থেকে আসা কভার্ড ভ্যানটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু গাড়িটি নির্দেশ না মেনে পালানোর চেষ্টা করে। তখন এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা কভার্ড ভ্যানটি ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে তাদের দিকেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানচলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে জানতে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মিজবাহ উদ্দিনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
টহল দলটির নেতৃত্বে থাকা এসআই আজহারুল ইসলামের ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে আল আমিন নামের এক ব্যক্তি সেটি রিসিভ করেন।
আল আমিন নিজেকে স্থানীয় গ্রামের বাসিন্দা পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, “আজহারুল অসুস্থ; তিনি এখন কথা বলতে পারবেন না।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]