শিকারিদের কাছ থেকে জব্দ করা ৪০টি পাখি অবমুক্ত করা হয়েছে।
Published : 14 Nov 2024, 01:15 AM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পাখি শিকারের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাদের থেকে জব্দ করা হয় ৪০টি পাখি ও পাখি ধরার নানা উপকরণ।
দুই দিন আগে ওই তিনজনকে আটকের পর মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম প্রতীক দত্ত তাদের এ দণ্ড দেন।
দণ্ড পাওয়া সুনিল বল্লব কলাবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং মুহিদুল ইসলাম ও মোহাম্মদ হাকিম পৌরসভার বাসিন্দা। সুনিল বল্লবকে এক মাস, মুহিদুল ইসলাম ও মোহাম্মদ হাকিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর আগারগাঁও ঢাকার বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক বলেন, সোমবার রাতে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি বটতলার বিলে ফাঁদ পেতে পাখি শিকারের সময় তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪০টি পাখি ও পাখি ধরার বিভিন্ন উপকরণ জব্দ করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
পরে ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করলে নির্বাহী হাকিম প্রতীক দত্ত তাদের তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বলে জানান আব্দুল্লাহ আস সাদিক।
আদালতের নির্দেশে পাখিগুলো আকাশে উড়িয়ে অবমুক্ত করা হয়। এ ছাড়া শিকারে নিহত পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়।