শুক্রবার রাত ১০ টার পর থেকে তিন শতাধিক ডেকচিতে মুরগি, পোলাও এবং ডিম রান্না শুরু করা হয়। সারারাত চলে এসব রান্না।
Published : 28 Oct 2023, 11:26 AM
রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দেড় সহস্রাধিক গাড়িতে অর্ধলক্ষ কর্মী নিয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আওয়ামী লীগের গাজীপুর মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন, “আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল করতে বিপুল সংখ্যক (৫০ হাজার) নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিয়ে ঢাকায় যাব।
“কয়েকশ’ ভাড়া করা যানবাহনসহ দেড় সহস্রাধিক যানবাহন নিয়ে সমাবেশে যাব। আমার সাথে যারা যাবেন তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
এদিকে জাহাঙ্গীর আলমের সঙ্গে ঢাকার শান্তি সমাবেশে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে বিতরণের জন্য খাবার প্রস্তুত করতে শুক্রবার সন্ধ্যার পর থেকে তার বাসায় চলছে বিশাল কর্মযজ্ঞ।
শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়, মহানগরের ছয়দানা এলাকায় জাহাঙ্গীর আলমের বাসভবনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষা মূল ভবনের ভেতরে ফাঁকা জায়গাতে চলছে রান্নার এ বিশাল আয়োজন।
রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি মো. জামাল হোসেন বলেন, “কয়েকদিন ধরেই চলছে এ রান্নার আয়োজন। শুক্রবার সকাল থেকে মূল প্রস্তুতি শুরু হয়েছে। রাত ১০ টার পর থেকে তিন শতাধিক ডেকচিতে মুরগি, পোলাও এবং ডিম রান্না শুরু করা হয়। সারারাত চলে এসব রান্না। দম ফেলার ফুরসত নেই আমাদের।”
শনিবার সকাল সাড়ে ৮টার দিকেও পোলাও-মুরগির মাংস রান্না হচ্ছিল। স্তূপ করে রাখা হয়েছে শত বস্তা চাল, হাজারো ডিম, ডাল, তেল ও বিশুদ্ধ পানির বোতল।
আর এক পাশে রাতে রান্না করা খাবারগুলো প্যাকেটজাত করা হচ্ছে। প্রতি প্যাকেটে এক পিস মুরগির মাংস, একটি ডিম ও একটি পানির বোতল রাখা হয়েছে। প্যাকেটিং করার পরে খাবারগুলো ট্রাক-পিক আপ ও নেতা-কর্মীদের ব্যক্তিগত গাড়িতেও তুলে দেয়া হচ্ছে। এগুলো দেখভালের দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবীরা।
ফাঁকে ফাঁকে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও রান্নার স্থলে এসে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা এবং খোঁজ খবর দিচ্ছেন।
তিনি জানান, অর্ধলক্ষাধিক মানুষ নিয়ে সমাবেশে যোগ দিতে গত কয়েক দিন ধরেই প্রস্তুতি চলছিল। ব্যক্তিগত গাড়ি ছাড়াও এর মধ্যে পর্যাপ্ত সংখ্যক বাসও ভাড়া করা হয়েছে।
নেতা-কর্মীদের জন্য নিজের বাসভবন ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে গাড়ি রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
মহাসড়কে দূরপাল্লার যানবাহন কম, স্থানে স্থানে চেকপোস্ট
অন্যদিকে শনিবার ভোরে গাজীপুরের মহাসড়কগুলোতে দূরপাল্লার যানবাহন কম থাকলেও বেশ কিছু স্থানীয় পরিবহণ চলতে দেখা গেছে। তবে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি করছে পুলিশ।
শ্রীপুরের মাওনা, রাজেন্দ্রপুর, গাজীপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়, বোর্ড বাজার, স্টেশন রোড এলাকায় এসব তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে।
গাজীপুরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু তোরাব শামসুর রহমান জানান, রাজধানীতে দুই দলের সমাবেশের দিন রাস্তায় যাতে কোথাও কোনো গোলযোগ না ঘটে তার জন্য আমরা সতর্ক আছি। বিভিন্ন স্থানে মহাসড়কে- সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
“নিয়মিত কাজের অংশ হিসাবেই এসব চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যখন যাকে প্রয়োজন চেক করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না”- বলেন এই পুলিশ কর্মকর্তা।