আন্দোলনকারীরা বলছেন, আন্ডারপাস না হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনা আরও বেড়ে যাবে।
Published : 22 Oct 2024, 09:48 PM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আন্ডারপাস নির্মাণের দাবিতে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।
আন্দোলনকারী বলছেন, মহাসড়কের দুই পাশে অন্তত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদ ও বাজার রয়েছে। ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় অর্ধ শতাধিক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বর্তমানে এই মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এখানে আন্ডারপাস রাখা হয়নি।
তাদের ভাষ্য, আন্ডারপাস না হলে দুর্ঘটনা আরও বেড়ে যাবে। ফলে বাধ্য হয়ে তারা আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাতের আশ্বাসে অবরোধ আপাতত তুলে নেওয়া হয়েছে। তবে দ্রুত আশ্বাস বাস্তবায়ন না হলে আরও কঠোর অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ প্রসঙ্গে ইউএনও শাহাদাত বলেন, “স্থানীয়দের আশ্বাস দেওয়ার পর বেলা সাড়ে ১১টায় অবরোধ তুলে নেন তারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুতই এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা করব।”