“ছাত্রদলের নেতাকর্মীরা তার পথ আটকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।”
Published : 05 Jan 2025, 04:34 PM
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে আসা এক ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন।
শনিবার বিকালে পুলিশ লাইন্স এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। পুলিশে হস্তান্তর করার বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস।
মারধরের শিকার ২২ বছর বয়সী সুমিত সরকার গাজীপুরের কালীগঞ্জ এলাকার রাজকুমার সরকারের ছেলে। তিনি নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী ও একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
সুমিত নরসিংদী সদরের দগরিয়া এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, “সুমিত পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে বাসায় ফিরছিল। পথে ছাত্রদলের নেতাকর্মীরা তার পথ আটকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এর আগে তার নামে কোনো মামলা বা অভিযোগ ছিল না। সে অত্যন্ত ভালো ছেলে। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।”
অধ্যক্ষ নিহার রঞ্জন দাস বলেন, “পরীক্ষা শেষে কোনো একজন ছাত্রলীগ নেতাকে পুলিশ ধরে নিয়ে গেছে শুনেছি। তারই ২০-২৫ জন সহপাঠী এসে আমাকে ঘটনাটি জানায়। পরে আমি পুলিশকে ফোন করলে তারা জানান বিষয়টি রাজনৈতিক।”
সুমিত সরকারকে মারধর করার প্রসঙ্গে তিনি বলেন, “তাকে মারধর কর হয়েছে কি-না আমি নিশ্চিত নই; ঘটেও থাকতে পারে। তবে তার সহপাঠীদের বরাতে জানলাম, ছেলেটি রাজনীতি করলেও অত্যন্ত নম্র-ভদ্র। কোনো ধরনের অশুভ কাজে জড়িত ছিল না।
“ঘটনাটি আমার খারাপ লেগেছে। কারণ এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সবাই আমার শিক্ষার্থী। তবে আজকে তার শেষ পরীক্ষা ছিল বলে এ বিষয়ে কোনো ক্ষতি হবে না।"
নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শাখা ছাত্রদলের কমিটি নেই। ছাত্রদলের নেতার্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগের বিষয়ে কথা বলেছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব ভূইয়া।
সবিজ বলছেন, “ঘটনাটি আমাদের জানা নেই। এরকম কোনো কিছু ঘটে থাকলে ছাত্রদল খতিয়ে দেখবে। কোনো শিক্ষার্থীর উপর হেনস্তার ঘটনা ছাত্রদল সমর্থন করে না। তবে কারও বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ থাকলে এবং আইন প্রয়োগ হলে বিষয়টি আমাদের দায়িত্বে নেই।”
নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, “সুমিত গত ২ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করে। তাকে পুলিশ লাইন্স এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
“তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রোববার সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। ছাত্রদল নেতাকর্মীরা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিষয়টি এমন নয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”