ইঞ্জিন বিকল: ঢাকা-ময়মনসিংহ রুটে সোয়া ২ ঘণ্টা পর ট্রেন চালু

বেলা ১২টা ৩৮ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2022, 08:46 AM
Updated : 12 Nov 2022, 08:46 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে সোয়া দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

শনিবার সকাল ১০টা ২০মিনিটের দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের সাতখামাইর স্টেশন ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সোয়া ১০টার দিকে কাওরাইদ রেলস্টেশন থেকে শ্রীপুর স্টেশনের উদ্দেশ্য ছেড়ে আসে। পরে কাওরাইদ রেলস্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় পৌঁছলে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

এতে ঢাকা-ময়মনসিংহ রুটের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশন এলাকায় আটকা পড়ে।

পরে অন্য ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে বিকল ট্রেনটিকে টেনে শ্রীপুর রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে রাখা হয়। এরপর বেলা ১২টা ৩৮ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান শামীমা।